ফতুল্লার অন্তুর ঝুলন্ত লাশ ঝালকাঠিতে

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ ফতুল্লার শুক্কুর মাতুব্বরের ছেলে অন্তু মাতুব্বর (১৮)। কাজ করতেন ঝালকাঠি জেলার রাজাপুরে একটি ওয়ার্কশপে। শনিবার (২৬ জুন) রাতে উপজেলার শ্যামের হাট এলাকায় অবস্থিত ওয়ার্কশপ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
রাজাপুর থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র জানান, অন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার শুক্কুর মাতুব্বরের ছেলে। তিনি রাজাপুরের ওই ওয়ার্কশপে বেশ কয়েক মাস ধরে কাজ করতেন। শনিবার রাত ১০টার দিকে ওয়ার্কশপের ভেতরে থাকা একটি কক্ষ থেকে অন্তুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় রাজাপুর সার্কেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
পুলিশ আরও জানান, রাতেই রাজাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।