আমি ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে না – আইভী
নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ‘আমি আপনাদের কাছে বলতে চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি কোন ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে না। যে অপবাদ অপপ্রচার চালানো হয়েছে বিগত তিন চার মাস যাবৎ মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে, জায়গা দখল করা হয়েছে সকল কিছু মিথ্যা। এবং মিথ্যা প্রভাকান্ড নিয়ে মানুষ বেশি দিন থাকতে পারে না। যাই হোক সকল বিচার আল্লাহ তায়ালার কাছে দিলাম, তিনিই সর্বোত্তম বিচারের মালিক।’
রোববার (২৭জুন) বাদ আছর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম সংলগ্ন মাওলা আলী (রাঃ) সিটি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াত আইভি এসব কথা বলেন।
এসময় মেয়র বলেন, আমি মসজিদ করেছি, মন্দিরও করেছি, এবং বিভিন্নভাবে মন্দিরে সহযোগীতা করেছি। আমি নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করছি, আমি সকল ধর্মের প্রতিনিধিত্ব করছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমার নামে বিভিন্ন প্রভাকান্ড ছড়ানো হয়েছে যে আমি মসজিদ ভেঙ্গে দিচ্ছি। আমি বাগে জান্নাত মসজিদের জায়গা দখল করছি। যাইহোক আপনারা জানেন এগুলো সত্য নয় । আমি ১টি মসজিদ নয় আমি ৭টি মসজিদ করেছি।
তিনি আরোও বলেন, আমি ২০০৩ সাল থেকে আপনাদের সাথে যেই ভাবে কাজ করছি এখনো সেই ভাবে কাজ করছি, কে গালি দিলেন কে ভোট দিলেন বা দিলেননা এটা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। আমি আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিধি আল্লাহ আমাকে ঐ চেয়ার দান করেছেন আপনাদের উসিলায়। আমার কাজ হলো কাজ করে যাওয়া, সমালোচনা করার দায়িত্ব সমালোচকদের। কেউ সত্য বলবে কেউ মিথ্যা বলবে কিন্তু দায়িত্ব আপনাদের বিবেকের উপর।
আইভি বলেন, আমার প্রায় শেষের পথে, ডিসেম্বরে নির্বাচন হবে, আমিও নমিনেশন চাইব। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে চাইব। আমি জানিনা কি হবে তবে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসব। আপনারা বিবেচনা করবেন।
চেঙ্গিস খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিভা হাসান, কাউন্সিলর মিনু আরা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ।