চাষাড়া হাকিম সেন্টারে ৩ দোকানে অর্থদন্ড
প্রেসবাংলা ২৪.কম: সরকারী নির্দেশনা অমান্য করে দোকান চালু রাখায় অভিযানে চাষাড়া আল হাকিম সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রশাসন। শনিবার (২৬ জুন) এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জুতার দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে চাষাড়া আল হাকিম ট্রেড সেন্টারে পপুলার এর নিচে জুতার শো-রুম চালু রাখার অপরাধে তিনটি জুতার শো-রুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে দোকান দুটি বন্ধ করে মালিক সমিতিকে সর্তক করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।