ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা ২৪.কম: আড়াইহাজারে বাড়ির সামনে খেলার সময় ব্যাটারী চালিত ইজিবাইকের চাপা পরে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ( ২৬ জুন) সকালে উপজেলার বিশনন্দি ইউনিয়নের টেটিয়াকান্দা পাড়া গ্রামে এই র্দূঘটনা ঘটে। নিহত আয়াত (৫) ওই গ্রামের শরীফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শিশুটি বাড়ির সামনে রাস্তা খেলা করছিল। এই সময় রাস্তা দিয়ে যাওয়া একটি ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় স্থানীয়রা ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com