এতো আত্মহত্যা কেন?

রায়হান কবির নিলয়: আত্মহত্যা, চার অক্ষরে ছোট্ট একটি শব্দ হলেও আপাদমস্তক বিষাদে ভরা। সামাজিক বৈষম্য, পারিবারিক কলহ, মাদক, ইন্টারনেটের অপব্যবহার, সন্তানের প্রতি অভিভাবকদের উদাসীনতা, পারিবারিক কলহের কারনেই মানুষের মধ্যে আত্মহত্যার মতো জঘন্য অপরাধের প্রবণতা বাড়ছে। হঠাৎ করেই করছেন এই জঘন্যতম পাপ। অথচ, ফরাসি স¤্রাট নেপোলিয়ন বেনাপার্ট বলেছিলেন, আত্মহত্যা জীবনে সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়।

শুধু বয়স্ক নারী-পুরুষ নয়, অল্পবয়সী এমনকি কিশোর-কিশোরীদের মধ্যে আশঙ্কাজনক হারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। গত ২০ দিনে নারায়ণগঞ্জে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে প্রায় ৭টি। যার মধ্যে অধিকাংশই পারিবারিক কলহের কারনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেছেন, বর্তমানে অনেক পরিবারে পারিবারিক বন্ধন অটুট না থাকার কারনেই আত্মহত্যার মতো ঘটনা ঘটে। তাছাড়া, মাদক. সন্তানের প্রতি বাবা মায়েদের উদাসীনতার কারনেও ঘটে। আত্মহত্যা কোন সমাধান নয়। আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।

জানা যায়, সর্বশেষ গত ২৩ জুন ফতুল্লায় স্বামী পরকীয়া জড়িয়ে পরলে অভিমানে সোনিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেন। ঐ থানাধীন শাসনগাঁও কুতুব চেয়ারম্যানের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মো. রিমন চৌকিদারকে আটক করেছে পুলিশ। নিহত সোনিয়া বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ টেপুরা গ্রামের সোহরাব শিকদারের মেয়ে।

২২ জুন ভোরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকায় স্বপন শেখের স্ত্রী মুনি শেখ আত্মহত্যা করেন। জানা যায়, গত দুই বছর ধরে স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহে মামলা চলছিল। ভোরে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।

২১ জুন রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বালুচর এলাকায় জয়নাল আবেদীন মিয়ার ছেলে মো. ইব্রাহিম পাভেল বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করে।

১৬ জুন সকাল ১০টায় রূপগঞ্জে মেহেদী হাসান (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে।

১৫জুন রাতে ফতুল্লার মাহমুদপুর এলাকায় সোহাগ মিস্ত্রির ভাড়াটিয়া বাড়িতে পারিবারিক কলহের জের ধরে জাকিয়া (১৬) নামে এক কিশোরী ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়ার মৃত্যু হয়। জাকিয়া কুমিল্লা জেলার দাউদকান্দি থানার উজিয়ারা গ্রামের খোরশেদ আলমের মেয়ে।

৬ জুন সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ঠাকুর বাড়ি থেকে বিপু চক্রবর্তী (১৮) নামের এক তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিপু চক্রবর্তী ঐ এলাকার বিনয় চক্রবর্তীর ছেলে।

একই দিন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনাল সংলগ্ন একটি বোর্ডিং থেকে রফিকুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলা সদরের সেহেরা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। ঐ এলাকার নিরাপদ বোর্ডিং অ্যান্ড গেস্ট হাউজের একটি রুমে তার লাশটি উদ্ধার করা হয়। এ সময় তার মরদেহের পাশে একটি বিষের বোতল ও উদ্ধার করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com