শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের সকল বড় অর্জন – সাজনু

প্রেসবাংলা ২৪.কম: মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই আওয়ামীলীগ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। যার জন্ম না হলে আওয়ামীলীগ হতো না যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। আজকের এই দিনে বাংলার অবিসংবাদীত সেই মহান নেতার প্রতি রইল সশ্রদ্ধ সালাম। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী এবং বর্তমানে জনপ্রিয় ও ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই দলের কান্ডারী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার হাত ধরেই বাংলাদেশের সকল সাফল্য ও বড় অর্জন। উন্নয়নের রোল মডেল হিসাবে তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সাজনু আরও বলেন, বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন নিয়ে শেখ হাসিনা যখন সরকার গঠন করেন, এ দেশের মানুষ অন্য এক বাংলাদেশের গল্প শুনতে পায়। এক সময় যেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে সমালোচনা করা হয়েছিল, সেই দেশ আজ বিশ্ব বাজারে বিনিয়োগের কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশ সকল সফলতা এসেছে মানবতার মা উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার নেতৃত্বে। আমরা বাঙ্গালী গর্ববোধ করি তাঁর মতো নেতার নেতৃত্ব পেয়ে।

উলেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তীতে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। আর পূর্ব পাকিস্তান শব্দ দুইটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় থেকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com