প্রতিষ্ঠা বার্ষিকীতে ফতুল্লা থানা আ’লীগ নেতা শফির শুভেচ্ছা
প্রেসবাংলা ২৪.কম: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সফিউল্লাহ শফি।
তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আওয়ামীলীগের জন্ম দিয়েছিলেন তার উদ্দেশ্য ছিলো সকল সমস্যার সমাধান যেমন দারিদ্র্য মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই দিনে আওয়ামীলীগের জন্ম না হলে হয়তো এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না।
উলেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তীতে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। আর পূর্ব পাকিস্তান শব্দ দুইটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় থেকে।