ঘরোয়া পরিবেশে কেক কেটে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন আজমত আলী
প্রেসবাংলা ২৪.কম: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সন্ধ্যায় সদর উপজেলা এলাকায় যুবলীগ নেতা মমিন হোসেন মুরাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান প্রধান ও তার বন্ধু মহলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগ নেতা মো. আজমত আলী।
এ সময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা হাসান আলী মীর, ফতুল্লা থানা যুবলীগ নেতা নজরুল ইসলাম, আক্তার হোসেন, মো. শহীদ, আব্দুল রাজ্জাক, আব্দুল হাসেম, বাছেদ প্রধান, হারুন, ডালিম, রাজীব, সজীব, সুমন, জসীম, তোফাজ্জল, পিন্টু, রুবেল, নাহিদ, সোহেল, জুয়েল, শুভ, তালুকদার শুভ, শামীম, জাহিদ, আরিফ, রাহাদ প্রমুখ।
কেক কাটার আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।