আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাহাঙ্গীর হোসেনের শুভেচ্ছা
প্রেসবাংলা ২৪.কম: বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন জানান, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী এবং বর্তমানে জনপ্রিয় ও ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটির সূচনা হয় ২৩ জুন ১৯৪৯ সালে। আওয়ামী লীগ এর অর্থ প্রকাশ করলে হয় জনতা বা জনগণের লীগ। সুতরাং আওয়ামী লীগ সবসময় মানুষের জন্য কাজ করে। সেই অনুপ্রেরনায় বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে একেএম শামীম ওসমানের নির্দেশনায় মানুষের সেবা করার চেষ্টা করি। রাজনীতি করার অর্থ হলো মানুষের সেবা করা তাই মানুষের সেবা করার মধ্য দিয়ে রাজনীতি করি।
তিনি আরও বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন যে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল, সময়ের স্রোত পেরিয়ে সেই দল এখন ৭২ বছরের পুরনো দলই বটে। যদিও সেই দলের হাতেই আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব। সেই দল যখন সরকার পরিচালনা করছে, তখনই মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পৌঁছেছে।