আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পন

প্রেসবাংলা ২৪.কম: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিটি কর্পোরেশনের মেয়র সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

বুধবার (২৩ জুন) সকালে শহরের দুই নং রেলগেইট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুরর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদল,যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com