রূপগঞ্জে সাংবাদিকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

গত ২১ জুন সোমবার রাত সোয়া ১২ টায় হামলা চালিয়েছে। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকায় তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন। সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় দারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করে প্রথমে কাঞ্চন সুফী দায়েমউদ্দিন হাসপাতাল ও পরে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথার ক্ষত স্থানে ১৮টি সেলাই করেছেন। গতকাল ২১ জুন সোমবার বিকেল পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনর উপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছ। এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com