শীতলক্ষ্যার পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠা ১৬টি ডকইয়ার্ড ও ১টি দোতলা ভবন, ড্রেজারের পাইপ, কাঁচাপাকা ঘরসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭জুন) দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  তারাবো পৌরসভার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এবং রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা এর নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান।

এছাড়া নদী তীরের ৫টি স্পটে সীমানা পিলার স্থাপনে ইতোপূর্বে বাধা প্রদান করায় সেগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে বিরোধ নিস্পত্তি করে স্থাপন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন প্রমুখ।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা ডকইয়ার্ডসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com