রূপগঞ্জে ১৪০০ লিটার চোরাই তেলসহ ২ জন গ্রেফতার

রূপগঞ্জে ১৪০০ লিটার চোরাই তেলসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব হাটিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে চোরাই তেলসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় ১৪০০ লিটার জ্বালানী তেলসহ চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৭:৩৫ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ আরিফুর রহমান (৪০) ও  মোঃ সজিব (৩২)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রূপগঞ্জ থানাধীন তারাব হাটিপাড়া এলাকায় মহাসড়কে চলাচলরত পার্কিং করা যানবাহন হতে জ্বলানী তেল চুরি ও কেনাবেঁচার একাধিক চোরাই চক্র গড়ে উঠেছে। ঢাকা- চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত গাড়ীসমূহ রাস্তার পাশে পার্কিং করে গাড়ীর ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এই চোর চক্রের সক্রিয় সদস্যরা বিশেষ কায়দায় মোটর ফিটিং করা পিকআপ ভ্যান ব্যবহার করে অভিনব কৌশলে তেল চুরি করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ তারা অভিনব কৌশলে রাস্তার পাশে পার্কিং করা গাড়ী হতে জ্বালানী তেল চুরি করে মজুদ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে আসছে।

র‌্যাব জানায়,  এই সকল জ্বালানী তেল চোরাই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com