এএসপি মেহেদী ইমরানকে বিদায় সংবর্ধনা

প্রেসবাংলা ২৪.কম: নারায়নগঞ্জ জেলা পুলিশের (সার্কেল-ক) এর দায়িত্ব পালনকারী অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বদলী হয়েছেন। নারায়নগঞ্জ জেলা পুলিশে সুষ্ঠভাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে তার বদলীজনিত বিদায়কালে সংবর্ধনা জানিয়েছে ফতুল্লা মডেল প্রেসক্লাব।

বুধবার(১৬ জুন) রাতে ফতুল্লা মডেল থানা আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু ও সাধারন সম্পাদক ফরিদ আহমেদ বাধন।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুজ্জামান, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির ফতুল্লা শাখার সাধারন সম্পাদক মোস্তফা কামাল, বিকেএমইএর পরিচালক কবির হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী প্রমুখ।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) তারিকুল ইসলামের সঞ্চালনায় আরও উপিস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ফতুল্লা প্রেসক্লাবে সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মহসিন আলম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ দুলাল প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com