১৬ জুন বোমা হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনা অতিবাহিত হয়ে গেছে ২০ বছর। কিন্তু এখনও হয়নি বিচার। প্রতি বছর ১৬ জুন এলেই সকালে চাষাড়ায় ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

বুধবার সকাল ৯টায় বোমা হামলায় আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নিহতদের পরিবারের সদস্য এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিহত পরিবারের লোকজন বলেন, সাত খুনের মতো মামলার রায় হয়ে গেছে। ২০০২ সালে আড়াইহাজারে চার খুনের মামলার রায় হয়ে গেছে। কিন্তু ২০ বছর হয়ে গেছে এখনও এ বিচার পেলাম না। রাষ্ট্রের কাছে বিচার চাই। বঙ্গবন্ধু ও তার সপরিবারের খুনিদের বিচার যদি ৩০ বছর পর হয়ে থাকে, তা হলে আমরাও রাষ্ট্রের কাছে আশাবাদী বিচার পাব।

প্রসঙ্গত নারায়ণগঞ্জে ২০০১ সালে ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় ২০ নেতাকর্মী নিহত হন। ২০ বছরেও বিচার হয়নি এসব বর্বরোচিত হত্যাকাণ্ডের। এমনকি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি এসব পরিবার।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট. খোকন সাহা, সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট. মাহমুদা মালা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, সাবেক পিপি এডভোকেট. ওয়াজেদ আলী খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com