মানুষকে সেবার মাধ্যমেই সৃষ্টিকর্তাকে পাওয়া যায়-মেয়র আইভী
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি মানব ধর্মে বিশ্বাসি। ধর্মীও গুরুদের কাছে অনুরোধ আপনাদের ভক্ত যারা রয়েছে তাদের একটি কথা শিখাবেন যে, আমাদের কাজেই হলো ভক্তি। কাজের মাধ্যমেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। আমি যদি মানুষের জন্য কাজ না করে সকাল সন্ধ্যা যতই নামাজ পরি তা কিন্তু আমার কাজে লাগবে না। আল্লাহ বলেছেন যেখানে অভাব, যেখানে নিপিড়ন, আমি সেখানে। সুতরাং মানুষের সেবা করার উপরে কিছু নাই।
বুধবার (১৬ জুন) সকালে নগরীর টানবাজারস্থ হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী আরও বলেন, আজকে এখানে যে কাজটা করতে আসছি, সেটা আমার দায়িত্বের মধ্যে পরে। এই কাজটি আমাদের আগেই করা উচিত ছিলো কিন্তু, আমরা একটি নতুন সিটি কর্পোরেশন তৈরি করায় এবং টাকার স্বল্পতা থাকায় তা করতে পারি নাই। আমাদের এখানে ৭টি বিল্ডিং হওয়ার কথা এর মধ্যে ৫টির কাজ চলমান ও আরও ২টি হবে। এখানে মোট ১৮০টি ফ্ল্যাট হবে।
্তিনি আরও বলেন, যে কাজকে ফাকি দেয় তার সাথে কেউ থাকে না। আপনারা আপানদের শিশুদের স্কুলে পাঠান। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি যারা লেখাপড়া করে ডিগ্রী অর্জন করেছে তাদের আমি বিশেষ কোঠায় চাকরি দেয়ার ব্যবস্থা করবো। আমার অনেক খারাপ লাগে যখন কেউ বলে আপনার হরিজন সম্প্রদায়ের লোকরা মাদক বিক্রি করে। আমি এখানের মা বোনদের বলবো আপনারা এ সকল কাজ করবেন না। কেউ যদি মাদক বিক্রি করার চেষ্টা করে তাহলে তাকে এই কলোনী থেকে বের করে দিবেন। এখানে যে দুইজন কাউন্সিলর আছে তারা সবসময় কিন্তু আপনাদের পাশেই থাকে।
হরিজন সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক মামুন চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোস বিভা, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, এমআর গ্রুপের পরিচালক টুটুল প্রমুখ।