ভূইঘর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রেসবাংলা ২৪.কম: ফতুল্লার ভূইঘরে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত দেহ উদ্বার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভুইগড় কাজীপাড়া বাসস্ট্যান্ডে রোড ডিভাইডারের সাথে পড়ে থাকা অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, রাত্রিকালীন ডিউটি করার সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রাস্তার উপরে পড়ে রয়েছে অজ্ঞাত এক ব্যাক্তির মৃতদেহ। পরে মৃতদেহ উদ্বার করে সুরতহাল ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, সোমবার রাতের দুইটার পূর্বের কোন এক সময়ে অজ্ঞাতনামা কোন যানবাহনের সাথে ধাক্কা খেয়ে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। নিহতের পরিচয় সনাক্তের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।