১৪৫ পুরিয়া হেরোইনসহ শহিদুল গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম (ফতুল্লা প্রতিনিধি): ফতুল্লার চাঁদমারী এলাকা থেকে ১৪৫ পুরিয়া হেরোইন সহ মাদক বিক্রেতা মো. শহিদুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
উদ্ধারকৃত হেরোইনের ওজন ১৪ গ্রাম যার মূল্য প্রায় ১লাখ ৪০ হাজার টাকা।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর রহমান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম মৃত রহিম বক্সের পুত্র। র্দীঘদিন যাবৎ শহিদুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ সময়ে তাকে হেরোইন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।