থ্রী মার্ডার মামলার আসামী গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম (সোনারগাঁ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন নোয়াগাঁও গ্রামের তিন হত্যা মামলার আসামী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশ।

সোমবার ( ১৪ জুন ) সকাল ১০ টার পর নারায়ণগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ।

জানা যায়, গ্রেফতারকৃত আলাউদ্দিন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ৩টি হত্যা মামলা রয়েছে।

উলেখ্য, চলতি বছরের ১৯ ও ২০ ফেব্রুয়ালী সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আলেক ও আলাউদ্দিন গ্রুপের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে হামলার ঘটনা ঘটে, যা পরবর্তীতে আলাউদ্দিন গ্রুপের সদস্যদের হাতে প্রতিপক্ষ গ্রুপ আলেকের পিতা আলী আহমেদ, তার চাচাতো ভাই সাইদুল ও ফুপাতো ভাই সমর আলী নিহত হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com