প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজমেরী ওসমানের পক্ষে আনন্দ র্যালী
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের নামে ৩য় শীতলক্ষ্যা সেতুর নামকরন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আজমেরী ওসমানের পক্ষ থেকে আনন্দ র্যালী বের করা হয়।
রবিবার (১৩ জুন) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ কলেজ রোড এলাকা থেকে এ আনন্দ র্যালী বের করা হয়। আনন্দ র্যালীতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শহরের বিভিন্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ রোড এলাকায় এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, আক্তার নুর, যুবলীগ নেতা কাজি আমির, ব্যবসায়ী মুরশিদ, বন্দর যুব সংহতি নেতা শরিফ শাহ, জাতীয় ছাত্র সমাজ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. শাহাদাত হোসেন রুপু ও মহানগর এর সভাপতি মো. শাহ্ আলম সবুজ, সাইফুল, রোমান, মুরাদ হোসেন, শাকিল, নারায়ণগঞ্জ জেলা বাস মিনি বাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, বাংলাদেশ বস্ত্র ও পোশাক জেলা সভাপতি সুমন দেওয়ান, ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ রহমান রাফি, আলম, নাছির , সুমন, মনির, সনেটসহ অন্যান্যরা।
আনন্দ র্যালী শেষে মাসদাইর পৌর কবরস্থানে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ও ভাষা সৈনিক সামসুজ্জোহা এবং ভাষা সৈনিক নাগিনা জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।