মোনেম মুন্নাকে বুকে ধারন করতে হবে: ইমরুল হাসান

মোনেম মুন্নাকে বুকে ধারন করতে হবে: ইমরুল হাসান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  মোনেম মুন্না স্মৃতি অনুর্দ্ধ-১৫ চ্যালেঞ্জ ফুটবল টুনামেন্ট ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মার্চ) বিকালে নগরীর জিমখানাস্থ আলাউদ্দিন খান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন হয়।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ইমরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, মোনেম মুন্নাকে বুকে ধারন করতে হবে। আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকতো তাহলে আমি তাকে ফুটবলের স্যার উপাধি দিতাম।

সভাপতির বক্তব্যে তানভীর আহমেদ টিটু বলেন, নারায়ণগঞ্জকে ফুটবলেন সূতিকাগার বলা হয়। অনেক ফুটবল খেলোয়ার সৃষ্টি হয়েছিলো। মাঝখানে কিছু কমে গেলেও একেবারে নেই হয়ে যায়নি। নারায়ণগঞ্জ মাঠ নেই যার ফলেই এ অবস্থা। তবে নারায়ণগঞ্জে ফুটবলের জন্য আলাদা একটি জায়গা সংরক্ষন করা হয়েছে। ফুটবল ফেডারেশন থেকে সেই সংরক্ষিত জায়গাটিকে পুরোপুরি মাঠে রুপান্তরিত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রবিউল হোসেন, সদস্য গোলাম গাউছ,জাকির হোসেন শাহিন,মেহেবুবুল হক তালুকদার টগর, সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির, সাবেক জাতীয় ফুটবলার আমিনুর রহমান, রেজাউল করিম লিটন, কাজী নজরুল ইসলাম, সুজন ভুইয়া, আজমুল হোসেন বিদ্যুৎ, আব্দুল্লাহ পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সিরাজ উদ্দিন আহমেদ,জাকির হোসেন, গৌতম কুমার সাহা, সাবেক ফুটবলার নাদিম হাসান মিঠু, মকবুল হোসেন রতন প্রমুখ।”

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com