মাতৃভাষা ও শহীদ দিবসে বক্তাবলী ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন
ইকবাল হোসেন, প্রেসবাংলা: মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে বক্তাবলী ইউনিয়ন পরিষদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর ব্যবস্থাপনায় রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন পরিষদের মেম্বার , কর্মকর্তা ও কর্মচারীগণ।
এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাষ্টার, প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, ইউপি সদস্য মনির হোসেন, ইউপি সদস্য ওমর ফারুক, আমজাদ হোসেন বাঁধন, আকিলউদ্দিন, রাসেল চৌধুরী, আবদুল মতিন, জলিল গাজী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাজেরা বেগম, কুলসুম আক্তার, মরিয়ম বেগম ও সহকারী নুর মোহাম্মদ টিটু ও মিরাজ হাওলাদার প্রমুখ।