“নারায়ণগঞ্জ ৯৯” আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার সকল স্কুলের এসএসসি ১৯৯৯ ব্যাচের ছাত্রদের নিয়ে গঠিত সংগঠন “নারায়ণগঞ্জ ৯৯” কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
রোববার (২১ ফেব্রুয়ারি) শামসুজ্জোহা ক্রিকেট কমপ্লেক্স মাঠে এই খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
খেলায় ৬টি দল অংশগ্রহণ করে চারটি দল সেমিফাইনালে উঠে। তার মধ্যে দুটি দল ফাইনাল নিশ্চিত করে । ফাইনালে “ক্র্যাক প্লাটুন” ও “ফ্রেশ স্টারস্” এর মাঝে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী দল হিসেবে ট্রফি নিশ্চিত করে “ক্র্যাক প্লাটুন”।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জের সুপরিচিত শিক্ষক আনোয়ার হোসেন বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন ।
এসময় বিজয়ী ও রানার্সআপ দল সহ ৯৯ ব্যাচের সকল সদস্যরা নারায়ণগঞ্জ ৯৯ এর এ্যাডমিন এফ এম আতাউর রহমান,কাজি সবুজ, জাকারিয়া মুবিন, আকাশ ও হাফেজকে ধন্যবাদ জানান সুন্দর টুর্ণামেন্ট আয়োজনের জন্য।