আড়াইহাজারে মুরগী খুঁজতে গিয়ে ধর্ষণের স্বীকার কিশোরী
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। মুরগী খুঁজতে গেলে পাশের বাড়ির আপন নামে এক যুবক তাকে জোর পূর্বক ধর্ষণ করা হয়।
রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডেঙ্গুরকান্দি সায়েদাবাদ গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, কিশোরীর পরিবারের দুটি মোরগ খুঁজে পাওয়া যাচ্ছিলনা তাই সে সন্ধ্যায় মোরগ খুঁজতে বের হয় । খুজঁতে খুজতে পাশের বাড়িতে গেলে এসময় প্রতিবেশী রমজানের ছেলে আপন (২০) মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যান। পরে ডেঙ্গুরকান্দি সায়েদাবাদ জঙ্গলে নিয়ে সুরুজ মিয়ার ছেলে মাহাবুবের সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে আটকে রাখা হয় । রাত ১১টার দিকে তাকে ছেড়ে দিলে ধর্ষণের স্বীকার কিশোরী তার পরিবারকে সব কিছু খুলে বলে। পরে পরিবার ধর্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।