সাইফউল্লাহ বাদলকে সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরের শুভেচ্ছা
স্টাফ রিপোটার, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাংগঠনিক সম্পাদক হওয়ায় জাহাঙ্গীর হোসেন সাইফউল্লাহ বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোমবার (১২ জানুয়ারী) দুপুরে এম সাইফউল্লাহ বাদলের কাশিপুর খিলমার্কেটস্থ বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় ফতুল্লা থানা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এম সাইফউল্লাহ বাদলকে ফুলের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রাশেদুল হক রাসেল, যুবলীগ নেতা নাজির হোসেন, বক্তাবলী ইউপি সদস্য রাসেল চৌধুরী, জেলা তাঁতীলীগ নেতা মাশফিকুর রহমান শিশির, যুবলীগ নেতা মনির হোসেন সহ প্রমূখ।