নবাবগঞ্জে করোনায় মৃত ব্যাক্তির সৎকার করলেন নিপুর সৎকার কমিটি
![](https://pressbangla24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অবিনাশ হালদার(৭৫) করোনায় মৃত্যু হলে তাকে সৎকার এর ব্যবস্থা করেন অনুপম দত্ত নিপুর সৎকার কমিটি।
শনিবার (১৯ডিসেম্বর) রাত ১১টায় অবিনাশ হালদারের লাশ সৎকারের ব্যাবস্থা করেন নিপুর এই সৎকার কমিটি।
এসময় নিপু বলেন, করোনার এই দুঃসময়ে আমরা মানবতার কাজ করে যেতে চাই। সমাজের সকল মানুষের পাশে আমাদের এই কমিটি সবসময় কাজ করবে।
এ সময় নিপুর সাথে কাধে কাধ মিলিয়ে এই মহৎ কাজে অংশগ্রহণ করেন কমিটি অন্যান্য সদস্য রুপম সকার, সুভজিৎ সরকার, জয় চৌধুরী সহ প্রমূখ।