তারেক রহমানের জন্মদিন পালন করল ফতুল্লা থানা মৎসজীবী দল
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার পূর্বগোপালনগরে বিএনপির সি.ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিনে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করে ফতুল্লা থানা মৎসজীবী দল।
সোমবার (২৩নভেম্বর) সন্ধার পর পূর্বগোপালনগরে গোল্ডেন চাইল্ড কিন্ডার গার্টেন স্কুলে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের আহবায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান বলেন, সরকারের সকল ষড়যন্ত্র ভেদ করে তারেক রহমান বীরের বেশে দেশে এসে গণতন্ত্র পূনরুদ্ধার করবেন। সরকারের সময় শেষ হয়ে এসেছে, আমাদেরকে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ফতুল্লা থানা মৎসজীবী দলের সি. সহ-সভাপতি ছলিমুল্লার হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপ, এইচ এম হোসেন, ফতুল্লা থানা মৎসজীবীদলের সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক নাঈম খান।
অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের জন্য দোয়া কামনা করা হয়। দোয়া শেষে কেক কেটে জন্মদিন পালন করে নেতা কর্মীরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থান যুব দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, ফতুল্লা থানা মৎসজীবী দলের সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুস সালাম, বক্তাবলী ইউনিয়ন মৎসজীবী দলের নেতা দেলোয়ার, শাহআলম আনিস, জাকারিয়া, সজল প্রমূখ।