ফ্রান্স ক্ষমা না চাইলে দুতাবাস ঘেরাও: মাওলানা আব্দুল আউয়াল

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফ্রান্সের প্রেসিডেন্ট নবী করিমকে(সাঃ) ব্যঙ্গ করেছেন, এতে করে আমাদের নবীর সামান্যতম পশমের ক্ষতি হয় নাই। কিন্তু, ফ্রান্স সারা পৃথিবীর মানুষের কাছে শিয়াল, কুকুরের থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে। নবী কারিম শুধু ফ্রান্সের জন্য নয়, মুসলিমদের জন্য নয়, সারাবিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সারা বিশ্বের শান্তির জন্য। সকল ধর্মাবলম্বী আমাদের নবীকে শ্রদ্ধার চোখে দেখে।
২৭ অক্টোবর বিকেলে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন, জেলা ওলামা পরিষদের সভাপতি মা. আব্দুল আউয়াল।
মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে উক্ত বিক্ষোভ সমাবেশ থেকে আব্দুল আউয়াল ৩ টি দাবি পেশ করে বলেন, প্রথম দাবি হচ্ছে বাংলার জমিনে যদি ফ্রান্সের দূতাবাস থাকে ও ফ্রান্সের প্রধানমন্ত্রী যদি তার ভুল স্বীকার করে ক্ষমা না চায় তাহলে অনতিবিলম্বে মহাসমাবেশের ডাক দেয়া হবে। নারায়ণগঞ্জ থেকে লক্ষ তৌহিদী জনতা ফ্রান্সের দূতবাসকে ঘেরাও করে বাংলার জমিন থেকে উৎখাত করে দিবে।
দ্বিতীয় দাবি হচ্ছে, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে জোড় দাবি জানাবো আপনার ঈমানী চেতনাকে আখেরী জামানার নবীর সুপারিশের আশা নিয়ে সংসদে ফ্রান্সের এই ব্যাপারটাকে নিন্দা জানিয়ে বাংলাদেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিবেন।
তৃতীয় দাবি হচ্ছে, আমি সারাবিশ্বের মুসলিম দেশগুলোতে আহ্বান জানাবো, প্রত্যেকে রাষ্ট্রীয়ভাবে ফান্সকে হুংকার দিয়ে বলবো, তওবা করে ভুল স্বীকার না করো আমরা প্রত্যেকে আমাদের দেশ থেকে তোমার দুতাবাসকে উৎখাত করে দেবো। তোমার সাথে আমার কোনো কুটনৈতিক সম্পর্ক রাখবো না। এবং তোমাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হবো এবং লড়াই করবো।
মিছিলে উপস্থিত ওলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদোসুর রহমান বলেন, কেই যদি মনে করে যে হেফাজত মরে গেছে ওলামা মরে গেছে তাহলে তারা অনেক বোকা। আমরা যেদিন ধরবো সেদিন ঔক্যবদ্ধ ভাবে ধরবো । আমরা পরিস্কার ভাবে জানিয়ে দিতে চাই সরকারের কোন পদক্ষেপ দেখছিনা প্রশাসনের কোন পদক্ষেপ দেখছিনা, যদি মুসলমানেরা রাজপথে নামে তাহলে ওই দূতাবাসের একটি ইট ও থাকবে না ।
বিক্ষোভ মিছিলটি ডিআইটি জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।