জেলা যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া 

যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া 

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ করোনা আক্রান্ত সকল নেতা কর্মীদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন, জেলা যুবদলের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৭শে অক্টোবর) বিকেলে ফতুল্লার লঞ্চ টার্মিনাল সংলগ্ন মার্কেটের ৩য় তলায় জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু।
তিনি বলেন, আজ দেশে গনতন্ত্র বলে কিছু নেই। আমাদের গনতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হলে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এভাবে আমরা ঘরে বসে মিটিং করতে পারবো আলোচনা করতে পারবো কিন্তু কোন লাভ হবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। তানাহলে এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আমাদের দলের ভেতরে অনেক ভেদাভেদ থাকতে পারে। সবকিছু ভুলে গিয়ে আগামীদিনে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে এবং রাজপথে থাকতে হবে।
এছাড়াও তিনি বলেন, ইতিমধ্যে আমাদের বিভিন্ন ইউনিট কমিটি গঠন করা হচ্ছে। ইউনিট কমিটির মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন কমিটি হবে এবং ইউনিয়ন কমিটির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড কমিটিও হবে। আমাদের কমিটি নিয়ে হানাহানি না করে নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে।  এখন থেকে আমাদের রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইলো কমিটি নিয়ে কোন ভেদাভেদ করবেন না।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু এবং জয়েন্ট সেক্রেটারি নয়নসহ করোনা আক্রান্ত সকল নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকল নেতৃবৃন্দের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। পরে উপস্থিত সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি নূরুল ইসলাম লাভলু, জয়েন্ট সেক্রেটারি ইসমাইল খান, কামাল, আনিসুর রহমান আনিস, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনসহ ফতুল্লা থানা যুবদলের সকল নেতৃবৃন্দ।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com