সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদের জন্মদিন পালন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসাইনের জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে তাঁর জন্মদিন পালন করে সাংবাদিকরা।
এসময় সকল সাংবাদিকগণ ফরহাদ হোসাইনের জন্য দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন, প্রেসক্লাবের সদস্য মোঃ আরিফ হোসেন, ইসমাইল হোসেন মিলন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ইমন, সাংবাদিক এস কে শাওন ও এম এইচ সৈকত প্রমুখ।