না’গঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

না’গঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । তাদের ধারণা অন্য কোনো স্থানে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মহাসড়কের রূপগঞ্জে বড় বলাইখাঁ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমনিক ৩৪ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

ভুলতা ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান জানান, ‘ঢাকা-সিলেট মহাসড়কের বড় বলাইখাঁ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যা পর লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com