আড়াইহাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
প্রতিনিধি আড়াইহাজার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের রেশ ধরে কলাগাছ পড়ে বালতি ভাঙ্গাকে কেন্দ্র করে ছোট ভাই ও তার ছেলে,স্ত্রী মিলে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই ফজলু(৬৫) কে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৩অক্টোবর) বিকাল পোনে ৪টায় উপজেলার ব্রাহ্মন্দী পূর্বপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ব্রাহ্মন্দী পূর্বপাড়া এলাকার মৃত গণি মিয়ার ছেলে ফজলু ও এবাদুল্লাহর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বিকালে বড় ভাই ফজলু তার বাড়ির সীমানায় একটি প্লাষ্টিকের বালতি রেখে কাজ করছিল। ঐ সময় সীমানা সংলগ্ন এবাদুল্লাহর একটি কলাগাছ আচমকা উপড়ে পড়ে যায় বালতির উপর। এতে করে প্লাষ্টিকের বালতিটি ভেঙ্গে যায়। এ বালতি ভেঙ্গে যাওয়াকে কেন্দ্র করে বড় ভাই ফজলু ছোট ভাইয়ের কাছে বালতির ক্ষতি পূরণ দাবী করে। কিন্তু ছোট ভাই এবাদুল্লাহ ক্ষতি পূরণ দিতে অস্বীকার করে। এ ঘটনায় দুই ভাই ফজলু ও ছোট ভাই এবাদুল্লাহ তর্কে লিপ্ত হয়। পরে এবাদুল্লাহর ছেলে সাকিব ও স্ত্রী সেলিনা আক্তার তাদের তর্কে জড়িয়ে পড়ে। ঐ সময় তারা ক্ষিপ্ত হয়ে ফজলুকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল ঘুষি মেরে ঘটনাস্থলেই হত্যা করে। পরে এবাদুল্লাহ ও তার ছেলে সাকিব পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ফজলুর লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত এবাদুল্লার স্ত্রী সেলিনা আক্তার(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার দিন ব্যাপী প্রচন্ড বৃষ্টির কারনে মাটি নরম হয়ে কলাগাছটি পড়ে যায়। এতে কোন পক্ষেরই হাত না থাকলেও পূর্বের বিরোধের কারনে উভয় পক্ষই ঝগড়ায় জড়িয়ে পড়ে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এবাদুল্লাহর স্ত্রী সেলিনাকে তাৎক্ষনিক গ্রেফতার করা হয়েছে এবং বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।