সিদ্ধিরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: আটক ৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জে বাইরে পাহারা বসিয়ে ৬ষ্ঠ শ্রেণীর ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।
২১ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়া গ্যাসলাইন এলাকার টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন- সোনারগাঁ আলীরচর এলাকার মৃত এমদাদুল হক পারভেজের ছেলে মো. নাছির (১৯), ভোলা ফ্যাশনচর এলাকার মৃত হাসমত আলীর ছেলে এনায়েত হোসেন (১৬), যশোর কোতয়ালী একালার ইসমাইল গাজীর ছেলে উজ্জ্বল(১৫) এবং পটুয়াখালী বাউফল এলাকার সুলতানের ছেলে আরিফুল ইসলাম (১৬)।
মামলা সূত্রে জানা যায়, ছাত্রী দেশের বাড়ী ভোলার চরফ্যাশনে থেকে পড়াশুনা করতো। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় প্রায় ৫ মাস যাবৎ বাবা-মায়ের বর্তমান ঠিকানা কদমতলী গ্যাসলাইন এলাকায় বসবাস করছে। মেয়েটি গত ২১ অক্টোবর বিকেলে অভিযুক্ত নাছিরের বাসার সামনে খেলাধুলা করার সময় নাছির ও এনায়েত তাকে জোরপূর্বক নাছিরের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে নাছির মেয়েটির মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং এনায়েত, উজ্জল ও আরিফুল ইসলাম দরজার সামনে দাড়িয়ে পাহাড়া দিয়ে সহযোগীতা করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৪ জনকেই আটক করা হয়েছে।