সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় ধর্ষকের ২ দিন ও সহযোগীদের ১ দিনের রিমান্ড

সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় ধর্ষকের ২ দিন ও সহযোগীদের ১ দিনের রিমান্ড

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে (১১) ধর্ষণের ঘটনায় ধর্ষক মো. নাছিরের ২ দিনের রিমান্ড এর আদেশ দিয়েছে আদালত। একই মামলার গ্রেপ্তারকৃত অপর ৩  আসামির ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ধর্ষক সোনারগাঁ আলীরচর এলাকার মৃত এমদাদুল হক পারভেজের ছেলে মো. নাছির (১৯)। বাকি ৩ সহযোগী- ভোলা ফ্যাশনচর এলাকার মৃত হাসমত আলীর ছেলে এনায়েত হোসেন (১৬), যশোর কোতয়ালী একালার ইসমাইল গাজীর ছেলে উজ্জ্বল(১৫) এবং পটুয়াখালী বাউফল এলাকার সুলতানের ছেলে আরিফুল ইসলাম (১৬)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে আসামিদের ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে উঠায় পুলিশ।

 

পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রিমান্ডের আদেশ দেন।

 

এর আগে, এই মামলার ভিকটিম বিজ্ঞ আদালতে ২২ ধারা জবানবন্দি প্রদান করেন। সে সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এ জবানবন্দি রেকর্ড করেন।

 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর গ্রামের বাড়ি থেকে পড়াশোনা করে। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় গত ৫ মাস যাবৎ সে তার বাবা-মায়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জে বসবাস করছিল। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার সময় প্রতিবেশী অভিযুক্ত মো. নাছিরের বাড়ির সামনে খেলাধুলা করার সময় শিশুটিকে জোর করে তার ঘরে নিয়ে যায়৷ পরে এনায়েত হোসেনের সহযোগিতায় শিশুটিকে ধর্ষণ করে নাছির৷ ধর্ষণের সময় ঘরের দরজার সামনে পাহারারত অবস্থায় ছিল অভিযুক্ত উজ্জ্বল ও আরিফুল ইসলাম৷ চারজনকেই আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগীর শিশুর মা ৷

 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই রোকনুজ্জামান বলেন, আদালত নাছিরকে ২ দিনের ও অপর ৩ আসামি এনায়েত হোসেন, উজ্জ্বল ও আরিফুল ইসলামকে ১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com