ভালো কাজের জন্য আইভীকে আবারও মেয়র হতে অনুরোধ করতে পারি: সেলিম ওসমান

ভালো কাজের জন্য আইভীকে আবারও মেয়র হতে অনুরোধ করতে পারি: সেলিম ওসমান

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেস বাংলা২৪.কম: নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের মেয়রের চেয়ারে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী৷ তার ভালো কাজের জন্য আমরা তাকে আবারও মেয়র হতে অনুরোধ করতে পারি৷ সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে মানুষের শান্তির জন্য শীঘ্রই মেয়রের সাথে আলোচনায় বসার কথাও জানান সাংসদ সেলিম ওসমান৷

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নতুন পালপাড়া মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷

তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে আলাপ করেছি৷ নারায়ণগঞ্জের মানুষ যাতে সুখে থাকতে পারে সে আলোচনার জন্য আমরা খুব তাড়াতাড়ি বসার ব্যবস্থা করবো৷ আমরা অনেক ঝগড়া করেছি ৷ অনেক গালমন্দ করেছি৷ আমরা জানি না আগামীতে কাকে আনবো৷ এমনও হতে পারে, তার ভালো কাজের জন্য তাকেই আমরা মেয়র হতে আবারও অনুরোধ করবো৷ কারণ এত দীর্ঘ সময় একটা মানুষ যে চেয়ারে আছেন তিনি অনেক কিছু শিখতে পারেন৷’

সেলিম ওসমান বলেন, ‘প্রতিটা ইউনিয়নে একটা স্কুল বানানোর চেষ্টা করেছি ৷ ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে৷ যেকোনো অনুষ্ঠানে আমরা একত্রে বসতে পারি৷ আলোচনা করতে পারি, আনন্দ করতে পারি৷ হিন্দু-মুসলমান একত্রে মিলেমিশে আমরা থাকি৷’

করোনা সংক্রমন রোধে সাধারণ মানুষের সচেতনতা জরুরি প্রয়োজন উল্লেখ করে সাংসদ বলেন, ‘অনেকেই মাস্ক ব্যবহার করছেন আবার অনেকেই মাস্ক ব্যবহার করছেন না৷ বেঁচে থাকতে হলে মাস্ক পড়তে হবে৷ মাস্ক ছাড়া বের হলে কিন্তু আইনগত ব্যবস্থা নেবারও নির্দেশ আসছে৷ হাত ধোয়ার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে৷ নারায়ণগঞ্জে পূজা মন্ডপগুলোতে করোনার সতর্কতা থাকতে হবে৷’

তিনি আরও বলেন, ‘আমরা নারায়ণগঞ্জবাসী দুর্ভাগা৷ বড় কোনো অন্যায় করেছি আমরা৷ নাহলে শীতলক্ষ্যা নদীতে কেন ব্রিজ হয় না৷ আমাদের কোষা নৌকাতে মারামারি করে নদী পার হতে হয়৷ অথচ ব্রিজ দুইটা হওয়ার কথা৷ নারায়ণগঞ্জে ডবল রেললাইন হচ্ছে৷ এখন আবার রেললাইন উপর দিয়ে যেতে হবে বলে দাবি উঠেছে৷ দেখা যাক কী হয়৷’

উপস্থিত অন্যান্য ব্যক্তিদের বক্তৃতায় দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুর প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, ‘জনপ্রিতিনিধিদের সাথে আলোচনায় বসাটা জরুরি ৷ আলোচনায় বসলেই সমাধান হবে৷ খুব গরম গরম বক্তৃতা শুনলাম জিউস পুকুর নিয়ে৷ জিউস পুকুর কেউ নিয়ে যায়নি৷ দুই পক্ষ আলোচনায় বসতে পারলে আদালত সিদ্ধান্ত দিতে পারবে এই পুকুরের মালিক কারা ৷’

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com