চাষাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে এসপি জায়েদুল
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম আজ নগরীর চাষাড়ায় শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ।
২২ অক্টোবর ( বৃহস্পতিবার ) বিকেলে নগরীর চাষাড়া মার্ক টাওয়ার সংলগ্ন এ মন্দির পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শিখন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সুভাষ চন্দ্র রায়, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর(প্রশাসন) কামরুল বেগ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আসাদুজ্জামান, চাষাড়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বজিৎসহ আরও অনেকে।