চাষাড়ায় যুবককে মারধর: কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: চাষাড়ায় যুবককে মারধর করে তুলে নিয়ে যাওয়ার সময় আটক কিশোর গ্যাংয়ের ৪ সদস্যের ২ জনকে জামিন ও ২ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
জামিনপ্রাপ্তরা হলেন- ফতুল্লার শিবু মার্কেট এলাকার শাহীন পারভেজের ছেলে সাগর রায়হান(১৬) ও নতুন কোর্ট এলাকার শাহীনের বাড়ির ভাড়াটিয়া রেজোয়ান হোসেনের ছেলে এম ডি প্রিন্স (২২)।
কারাগারে প্রেরণকৃতরা হলেন- ফতুল্লা শিবু মার্কেট এলাকার মো. মিজানের ছেলে মো.আলিফ(২৩) ও সিদ্ধিরগঞ্জ আমিন মার্কেট এলাকার মো.আজিজুল হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২২)।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত আসামীদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামানের আদালতে উঠানো হয়।
এসময় আসামি সাগর ও প্রিন্সের পক্ষের আইনজীবী বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন। আর অপর ২ আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, ২০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় শহরের চাষাড়া থেকে এই ৪ জনকে আটক করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ উপ-পরিদর্শক এসআই কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ৪ আসামিকে আদালতে উঠানো হয়। সে সময় সাগর ও প্রিন্সের পক্ষ থেকে বিজ্ঞ আদালত জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এসময় অপর ২ আসামির পক্ষ থেকে কোন জামিন আবেদন না করায় বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, এলাকায় মোবাইল চুরির অভিযোগ দিয়ে শান্ত ইসলাম সাগর (২৪) এক যুবককে চাষাঢ়ার লুৎফা টাওয়ারের সামনে থেকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করতে করতে চাষাঢ়ায় নিয়ে আসা হয় তারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি একটি চাকু (সুইচ গিয়ার) উদ্ধার করা হয়। তারপর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।
এরপর আহত শান্তকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়। সে গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার সিকান্দার আলীর ছেলে।