কাউন্সিলর রুহুল’র বিরুদ্ধে বাড়ি দখল ও ভাইকে পেটানোর অভিযোগ (ভিডিও সহ)

কাউন্সিলর রুহুল’র বিরুদ্ধে বাড়ি দখল ও ভাইকে পেটানোর অভিযোগ (ভিডিও সহ)

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীনের বিরুদ্ধে আপন ভাইকে পেটানোর অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায় সহযোগিতা না করা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তার (কাউন্সিলর রুহুল আমিন) বড় ভাই খোকন মোল্লা।

 

গত ১৭ অক্টোবর (শনিবার) বিষয়টি প্রকাশ করে খোকন মোল্লা জানান, সে তার ছোটভাই নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল তাদের। এরই ধারাবাহিকতায় গত বুধবার আমার নাতনীকে চুলোয় আগুন পোহানো হচ্ছিলো। রুহুল এসে গ্যাসের ঐ চুলো খুলে নিয়ে যায়। আমি গিয়ে এ বিষয়ে রুহুলকে জিজ্ঞেস করায় সে আমার উপর ক্ষিপ্ত হয়। পরে আমাকে লাঠি দিয়ে মারধর করে এবং আমার ঘরের জানালা দিয়ে আগুন দেয়।

 

এদিকে হত্যার হুমকি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোকন মোল্লা একটি ভিডিও বার্তা দিয়েছেন, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

 

ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সিটি করপোরেশন নির্বাচনে পাশ করার পর থেকেই  পোলাপান দিয়ে মাদক বিক্রি করাতেন। মাদক বিক্রির সেই টাকা গত ২-৩ মাস ধরে মাদক বিক্রির টাকা কালেকশন না করায় সে (রুহুল আমিন মোল্লা) আমার অর্ধেক জমি দখল করে নেয়। আমাকে হত্যার হুমকিও দিয়েছে।

 

এছাড়াও ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে আবেদনও জানান।

অভিযোগ ভিত্তিহীন বলে পুরো উল্টো সুরে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানান, তার বড় ভাই খোকন মোল্লা দীর্ঘদিন ধরে মাদকের সাথে সম্পৃক্ত। ঘটনার দিন সে তার মাকে মারার জন্য তেড়ে এসেছিল। সে তার বাড়িতে মাকে প্রবেশ করতে দেয় না দেয়না। সেখানে সে তার বউ, শ্বাশুড়ি এবং সন্তানদের নিয়েই থাকে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় বড় ভাই খোকন মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com