আড়াইহাজারে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজারে স্বামীর সাথে অভিমান করে শিরিন আক্তার (৪২) নামের এক নারী আত্মহত্যা করেছেন।
২১ অক্টোবর ( বুধবার ) সকালে উপজেলার সদর পৌর সভার চামুরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) মঞ্জুর হোসেন জানান, চামুরকান্দী গ্রামের মৃত শামসুল হকের মেয়ে শিরিন আক্তার। প্রায় ২০ বছর আগে বিয়ে হয় নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর গ্রামের রহম আলীর ছেলে মনির হোসেনের সঙ্গে। বেশ কিছু দিন সংসার ভাল মতোই চলছিল। এরই মাঝে সংসারে চার সন্তারের জন্ম হয়। কিছু দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে মনমানিল্য চলে আসছিল । এই নিয়ে মঙ্গলবার বিকেলে সবার অজান্তে বিষপান করে। বুধবার সকালে বিষক্রীয়া শুরু হলে হাসপাতালে নেয়ার আগেই শিরিন আক্তার মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এই ব্যাপারে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হবে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।