বাংলাদেশের জলসীমায় বিদেশি ট্রলার প্রবেশের অনুমতি নেই : শ ম রেজাউল
প্রতিবেদক, প্রেসবাংলা: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের জলসীমার ভেতর বিদেশি কোনো জাহাজ ও ট্রলার প্রবেশের অনুমতি নেই। নৌবাহিনী, কোস্টগার্ডসহ সবাই মিলে কাজ করছে। আমরা ডেলিগেট হিসেবে মনিটর করছি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর মোহনপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে কী হয়েছে জানি না। এখন থেকে কোনোভাবে বাংলাদেশে কোনো বিদেশি জাহাজ অবৈধ মৎস্য আহরণে প্রবেশ করতে দেয়া হবে না। ইতোমধ্যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। অনেক জাহাজ জব্দ করা হয়েছে। জাহাজে যারা ছিল তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
এর আগে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে নৌ র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল্লাহ বাকি প্রমুখ।