সেপ্টেম্বরে না’গঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে ৫০ কোটি টাকার অধিক রাজস্ব আদায়
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: করোনাভাইরাসের মহামারীর মধ্যেও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নারায়ণগঞ্জের সাব-রেজিস্ট্রি অফিসগুলো ৫০ কোটি ৫০ লাখ ২৪ হাজার ০৭০ টাকার রাজস্ব আদায় করেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ) জেলা রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ মোঃ জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বর/২০২০ মাসে নারায়ণগঞ্জ জেলার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে ৫০,৫০,২৪,০৭০/- ( পঞ্চাশ কোটি পঞ্চাশ লক্ষ চব্বিশ হাজার সত্তর টাকা মাত্র) রাজস্ব আদায় হয়েছে এবং মোট দলিল রেজিস্ট্রি হয়েছে ৯৯৫০টি।
যার মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ ৬,৭২,৯৪,৭৭২/- টাকা, স্ট্যাম্প শুল্ক বাবদ ৯,২৬,৩৫,১২৪/- টাকা, মুল্য সংযোজন কর (মুসক) বাবদ ১,১৯,১৬,৫৫৯/- টাকা, উৎস কর ও উৎসে আয়কর (৫৩ এফ.এফ) বাবদ আদায় ১৮,২৯,০২,০৫৬/- টাকা, কোর্ট ফি বাবদ আদায় ৩,৯২,৬৫০/- টাকা, স্থানীয় সরকার বাবদ সর্বমোট আদায় ১৪,৯৮,৮২,৯০৯/- টাকা যেখানে (জেলা পরিষদ খাত- ৩,৩৬,৫৬,৬৩১/-, সিটি কর্পোরেশন খাত- ১,৬৪,৪৩,৮৮২/-, উপজেলা পরিষদ খাত-৪,২৬,৯২,০৯২/-, পৌরসভা কর খাত- ১,৮০,৯০,৯২৩/- ইউনিয়ন পরিষদ খাত- ৩,৩৬,৫৬,৬৩১/-, আই জি আর তহবিল বাবদ-৫২,৪২,৭৫২/-) টাকা।
বিবৃতিতে আরও জানা যায় যে, আগস্ট/২০ মাসে দলিল রেজিস্ট্রি হয়েছিলো ৫৫১৮টি এবং রাজস্ব আদায় হয়েছিলো ২৩,১৯,১৮,৬০২/- টাকা সেই তুলনায় সেপ্টেম্বর মাসে রাজস্ব বেড়েছে দ্বিগুণেরও বেশি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আইন মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধন অধিদপ্তরের অধিনে জেলা রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে নারায়ণগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস গুলোর কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকলনবিশদের সহযোগিতায় এই রাজস্ব আদায় হয়েছে।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ মোঃ জিয়াউল হক এ প্রতিনিধিকে জানান বর্তমান করোনাকালীন মহামারি সময়ে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে সরকারের রাজস্ব আদায়ে তৎপর ভূমিকা পালন করেছেন। দায়িত্ব পালনকালে কোন কর্মকর্তা বা কর্মচারী কোভিড-১৯ আক্রান্ত হন নাই।