বন্দরে পুলিশ পরিচয়ে ছিনতাই, আটক ২
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে পুলিশ পরিচয় দিয়ে নগদ টাকা ও মোবাইলসেট ছিনিয়ে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় ২ ছিনতাইকারিকে আটক করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ।
গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ী স্ট্যান্ডে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
ওই সময় পুলিশ আটকৃত ছিনতাইকারিদের কাছ থেকে ছিনতাইকৃত ২টি মোবাইল সেট ও একটি সিএনজি উদ্ধার করে। আটককৃত ছিনতাইকারিরা হলো বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী নতুন টিনের মসজিদ এলাকার শোভা মিয়ার ছেলে নিলয় আহাম্মেদ বাবু (৩২) ও একই এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে হৃদয় (২৩)।
এ ব্যাপারে ভোক্তভোগী আওলাদ হোসেন বাদী হয়ে ঘটনার ওই রাতে আটককৃত দুই ছিনতাইকারি বিরুদ্ধে বন্দর থানায় এ মামরা দায়ের করেন। যার মামলা নং- ১৩(১০)২০ ধারা- ৩৯৪ পেনাল কোড-১৮৬০।
জানা গেছে, গত ১১ অক্টোবর রোববার রাত ৯টায় বন্দর থানাধীন নবীগঞ্জ চিতাশাল মাজারে গান শুনার জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার উৎরাপুর এলাকার মতি মিয়ার ছেলে আওলাদ হোসেন তার সঙ্গীয় একই থানার মনহরদী এরাকার মিজান ও বিল্লাল হোসেন এবং সিএনজি চালক শাকিলদের নিয়ে তাদের নিজ বাড়ী থেকে রওনা হয়। পরে রাত সাড়ে ১০টায়
তাদের বহনকৃত সিএনজিটি নবীগঞ্জ বাগবাড়ী এলাকায় পৌছলে ওই সময় উৎপেতে থাকা দুই ছিনতাইকারি পুলিশ পরিচয় দিয়ে সিএনজিটি গতিরোধ করে। পরে ছিনতাইকারিরা আইনের লোক পরিচয় দিয়ে সিএনজি দিয়ে ডিউটি করার কথা বলে যাত্রীদের নামিয়ে তাদের কাছ থেকে জোর পূবর্ক ভাবে ২টি মোবাইল সেট ও আওলাদ হোসেনের কাছ থেকে নগদ ৪ হাজার টাকা এবং মিজানের কাছ থেকে আরো দেড় হাজার টাকা ছিনিয়ে নিয়ে উক্ত সিএনজি যোগে পালানোর চেষ্টা
কালে ধামগড় ফাঁড়ী পুলিশের এদেরকে আটক করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল খায়ের জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। ১২ অক্টোবর সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটকৃত ছিনতাইকারিদের আরো জ্ঞিাসাবাদের প্রয়োজন আছে। জ্ঞিাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।