বন্দরে গাঁজা বিক্রির সময় আটক-২

বন্দরে গাঁজা বিক্রির সময় আটক-২

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ দুই গাঁজা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

 

১১ অক্টোবর রোববার সকাল পৌনে ৮টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে গাঁজাসহ এদেরকে আটক হয়।

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে আটককৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১১(১০)২০। আটককৃত গাঁজা বিক্রেতারা হলো বন্দর থানার সোনাকান্দাস্থ সোনাবিবি রোড এলাকার শরাফত উল্ল্যাহ মিযার ছেলে ইমরান হোসেন (৩০) ও একই এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে জনী (৩০)। পুলিশ আটকৃত ২ মাদক বিক্রেতাকে ১১ অক্টোবর রোববার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com