জেলা ও মহানগর তাঁতীলীগের উদ্যোগে প্রয়াত ইয়াদ আলী মাষ্টারের স্মরণসভা

জেলা ও মহানগর তাঁতীলীগের উদ্যোগে প্রয়াত ইয়াদ আলী মাষ্টারের স্মরণসভা

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগ ও মহানগর তাঁতীলীগের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও রাজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রয়াত ইয়াদ আলী মাষ্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (১০অক্টোবর) বিকালে নগরীর চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে এই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।

এসময় বক্তারা প্রয়াত ইয়াদ আলী মাষ্টারের সুযোগ্য সন্তান সাবেক ছাত্রলীগ নেতা নরায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও বর্তমান নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সদস্য সচিব আলগীর হোসেন এর রাজনৈতিক ত্যাগের কথা তুলে ধরেন। এবং প্রয়াত ইয়াদ আলী মাষ্টারের জন্য মাগফেরাত কামনা করেন। পরে মরহুম ইয়াদ আলী মাষ্টারের জন্য দোয়া করা হয় এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদলের সুস্থ্যতা কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ তাঁতীলীগ নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক চৌধুরী এইচএম ফারুক সাহেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, মহানগর তাঁতীলীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন, প্রচার সম্পাদক, আবুল কালাম, কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড এর সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবিব, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জিকু সহ প্রমূখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com