বন্দরে সংরক্ষিত কাউন্সিলর শিউলি নওশাদের সংবাদ সম্মেলন

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: উদ্দেশ্য মূলক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড’র সংরক্ষিত কাউন্সিলর শিউলি নওশাদ।
৭ অক্টোবর বুধবার বিকেল ৪টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য গণমাধ্যমকর্মীদের পড়ে শোনান শিউলী নওশাদ। বক্তব্যটি প্রকাশ করা হলো-প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি বিপুল ভোটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে কাউন্সিলর নির্বাচিত হই এবং নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছি।
আমার প্রতিবেশী সেলিনা বেগম ও ইব্রাহীম হোসেন খোকার মধ্যে মারামারি ঘটনায় বিচারের জন্য আমাকে লিখিত ভাবে অনুরোধ করেন সেলিনা বেগম। উভয় পক্ষকে ডেকে আমার বাড়ীতে গত ০৩/১০/২০ তারিখে আপোষ মিমাংসা করে দেই। স্থানীয় শালিসের মধ্যে উক্ত সেলিনা বেগম বিবাদী খোকার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের বিষয় অভিযোগ করলে আমি লিখিত ভাবে সেলিনা বেগমকে আইনের আশ্রয় গ্রহনের জন্য থানায় পাঠিয়ে দেই। কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদেরমাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিক ও অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়াছে। যা অত্যান্ত দুঃখজনক। প্রকিশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনা বর্ননা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ করছি।
ধন্যবাদান্তে-
শিউলী নওশাদ, কাউন্সিলর ১৯,২০ ও ২১ (সংরক্ষিত) নাসিক।