সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্দরে কুপিয়ে আহত, ১জন আটক
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এনামুল হক (২২) নামে এক যুবকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে অপর বন্ধুর বিরুদ্ধে।
গত ৪ অক্টোবর রোববার সন্ধ্যায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী মারাত্মক জখম অবস্থায় আহতকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় উত্তেজিত জনতা একই এলাকার মরহুম বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান বাবু মিয়ার সন্ত্রাসী ছেলে বন্ধু সোহেব (২২)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
এ ঘটনায় আহতের পিতা খলিল উল্ল্যাহ বাদী হয়ে সন্ত্রাসী বন্ধু সোহেবকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৪(১০)২০ ধারা- ৪৪৭/৪৪৮/৩২৬/৩০৭ পেনাল কোড-১৮৬০।
এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা চৌধূরীপাড়া এরাকার খলির মিয়ার ছেলে এনামুল হকের সাথে একই এলাকার মরহুম বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান বাবু মিয়ার ছেলে সোহেব এর পূর্ব পরিচিত। একই এলাকায় বসবাস করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন হয়। সিরারেট খাওয়া নিয়ে ইতিপূর্বে উল্লেখিত দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর রোববার সন্ধ্যায় সাড়ে ৭টায় সন্ত্রাসী সোহেব বাড়ি ফাঁকা পেয়ে অপর বন্ধু এনামুল হকের ৩য় তলার একটি ফ্লাটের এক রুমে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে এনামুল হককে এলোপাথারী কুপিয়ে জখম করার সময় দুইজনের মধ্যে দস্তাদস্তি হয়। দস্তাদস্তির এক পর্যায়ে উভয় বন্ধু রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী আহতদের মধ্যে এনামুলকে নারায়ণগঞ্জ জেনারেল ও অপর বন্দু সোহেবকে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করে। পরে বন্দর থানা পুলিশ আটকৃত সোহেবকে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে।
এ ব্যাপারে আহতের পিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুরিশ আটকৃত বন্ধু সোহেবকে এই মামলায় ৫ অক্টোবর সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।