শাহ আমানতে ৮২টি সোনার বারসহ ১জন আটক

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৮২টি সোনার বার জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১অক্টোবর) সকালে এই সোনার বার জব্দ করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস।
সোনার বার জব্দের ঘটনায় মো. এনামুল হক নামের একজন যাত্রীকে আটক করা হয়েছে।এনামুল হকের বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস সূত্র।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, এনামুল দুবাই থেকে ওই যাত্রী উড়োজাহাজে চট্টগ্রামে আসেন। যাত্রী এনামুল তাঁর শার্টের ভেতরে বিশেষ পকেটে করে এসব সোনার বার নিয়ে আসেন।
বিমানবন্দরে কাস্টমসের দায়িত্বরত উপকমিশনার রোখসানা খাতুন বলেন, জব্দ সোনার বারের ওজন প্রায় সাড়ে ৯ কেজি। এর বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৭৪ লাখ টাকা।