নীলা হত্যা: প্রধান আসামি মিজানসহ তার ২ সহযোগী পাকড়াও
সাভার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিজানুর (২০) তার দুই সহযোগী সাথী (২১) ও জয়কে (২০) নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার কর্নেল ব্রিকস ফিল্ডের পাশে স্থানীয় পারভেজের বাড়িতে বসে মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০ টার দিকে তাদের গ্রেফতার করে। সাথী ও জয় হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
নীলার পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলাকে হত্যা করেন মিজানুর। তিনি স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।