সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে’র বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানার বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে’র বৃক্ষ রোপণ কর্মসূচি (২য় পর্ব) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে ধলেশ্বরীর তীরে সংগঠন এর ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকুর সভাপতিত্বে সংগঠন এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তাবলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারিনি। তবে তিনি এই সংগঠনের পাশে থেকে সহযোগীতা করার প্রত্যয় ব্যাক্ত করেছেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজুন বলেন, ধলেশ্বরীর তীরে সামাজিক সংগঠন বক্তাবলী পরগণা মানুষের পাশে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে তাতে আমি অভিভূত। আমি এই সংগঠন এর সকল সদস্যদের প্রতি আমার অভিনন্দন জানাই সেই সাথে এই সংগঠন এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
বৃক্ষরোপন কর্মসূচির ২য় পর্বে ১হাজার চারা গাছ রোপন করে এই সংগঠনটি। এর মধ্যে বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রাম, গোপালনগর গ্রাম, লক্ষীনগর গ্রাম, রামনগর গ্রাম, কানাইনগর গ্রাম ও রাধানগর গ্রামে চারা রোপন করা হয়। এছাড়া ৩০০ মাস্ক বিতরণ ও শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জের ওসমান পরিবার, রাজাপুর গ্রামের প্রয়াত পঞ্চায়েত প্রধান ইয়াদ আলী মাষ্টার ও করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তিদের জন্য দোয়া কামনা করা হয়। তারপর আলোচনা সভা ও অতিথিদের মাঝে স্মারক সম্মানানা দেওয়া হয়। শেষ পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, সদস্য নারায়ণগঞ্জ জেলা পরিষদ, আহসানুল হাসান নিপু, সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, আলমগীর হোসেন সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা তাতীলীগ, সাফায়েত আলম সানি, সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, কামরুল হাসান, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি, কাজী শফিকুল ইসলাম বাবু, সেক্রেটারী রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি, আবু মোঃ শরিফুল হক, সভাপতি ফতুল্লা থানা ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠন এর উপদেষ্টা খোরশেদ আলম মাষ্টার, আনোয়ার হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শফিক, তুহিন হাসান, মোঃ কাদীর, আরাফাত আলী, মনিরুজ্জামান স্বপন, মোঃ দেলোয়ার, রাশেদুল ইসলাম সুমন, নোমান আহমেদ, নজরুল ইসলাম মাষ্টার সহ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষীনগর গ্রামের পঞ্চায়েত প্রধান শহিদুল্লাহ ফকির, রাজাপুর পঞ্চায়েত সদস্য লোকমান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।