লিপি ওসমানের সুস্থতা কামনায় যুবলীগ নেতা ববি বাদলের দোয়া
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা’র চেয়ারম্যান ও সাংসদ শামীম ওসমানের স্ত্রী-লিপি ওসমানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা ববি বাদলের উদ্যোগে শনিবার বাদ আছর রাধানগর পূর্বপাড়া জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে ববি বাদল বলেন, বিশ্ব মহামারী করোনাকালীন সময় তাঁর সর্বোচ্চ প্রচেষ্টায় নারায়ণগঞ্জের অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা নারায়ণগঞ্জবাসীর কাছে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। স্কুল-কলেজ ও সামাজিক কাজে ব্যপক অংশগ্রহণের মাধ্যমে যিনি ইতিমধ্যে নারায়ণগঞ্জবাসীর কাছে মহীয়সী নারী হিসাবে খ্যাতাব লাভ করেছেন। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অভিভাবক জননেতা এ কে এম শামীম ওসমান ভাইয়ের সহধর্মিণী আমাদের প্রিয় ভাবি’র অসুস্থতা আমাদের খুব চিন্তিত করেছে। প্রিয় ভাবির দ্রুত সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করছি।
লিপি ওসমানের আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন রাধানগর পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম ।
এসময় দোয়ায় অংশগ্রহণ করেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী মো: জাকির হোসেন, মো: শহীদ উল্লাহ, আবদুস সামাদ, সাবেক মেম্বার ছানাউল্লাহ, কালাই মাদবর, আমানউল্লাহ মাদবর, কফিল উদ্দিন, মো: দেলোয়ার, ইমান আলী, যুবলীগ নেতা মোঃ মোক্তার হোসেন, শরীফ আহমেদ শাওন, মো: বাদল মিয়া, মোতালিব মিয়া, হান্নান প্রমুখ। লিপি ওসমান করোনাভাইরাস আক্রান্ত হয়ে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।